• ঢাকা দেশজুড়ে
  • পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ , ২১ মার্চ ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন

স্বরলিপি সংগীত নিকেতন আয়োজিত মানিকগঞ্জ শহরে কালীবাড়ি লেনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আজ ( ২১ শে মার্চ ২০২৫) শুক্রবার শহরের কালীবাড়ি লেনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম ফারুক। এডভোকেট খোরশেদ আলম( বিশিষ্ট সংগীত শিল্পী)। বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদ হোসেন। মো: জালাল,( ম্যানেজার কৃষি ব্যাংক ছিটকা শাখা)মানিকগঞ্জ।

প্রতুল রায় (সাবেক কর্মকর্তা) এস পি অফিস মানিকগঞ্জ।
বিশিষ্ট জাদুশিল্পী শিবেন চক্রবর্তী।বিশিষ্ট সংগীত পরিচালক ও সংগীতশিল্পী নাসরিন আহমেদ। গণকল্যাণ ট্রাস্ট এর ম্যানেজার প্রতিমা কর্মকার। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন কামাল আহমেদ কমল।

ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট সংগীত শিল্পী সোহেল রানা। এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্প বৃন্দ, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

অনুষ্ঠানে ৪৫ জন বিশিষ্ট সংগীত শিল্পী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ইফতারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন।

স্বরলিপি সংগীত নিকেতনের প্রত্যেক শিল্পী মানিকগঞ্জ সাংস্কৃতিক বিপ্লবী সংঘের সাথে দীর্ঘ ১৭ বছর মানিকগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে খ্যাতি অর্জন লাভ করেছেন।

তাদের আশা আগামীতে তারা স্বরলিপি সংগীত নিকেতনের মাধ্যমে মানিকগঞ্জ বাসির, সংগীতের মাধ্যমে বিগত দিনের মতোই গান গেয়ে সেবা করে যাবেন।

মহান আল্লাহতালার কাছে মানিকগঞ্জবাসী জন্য মোনাজাতের মাধ্যমে সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করেন।

মন্তব্য লিখুন

আরও খবর